গৌতম দাস, সভাপতি, WBTSTA, বাঁকুড়া

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় – “ আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, ইন্ধন দেয় না, অগ্নি দেয়।” আমরা জন্মলগ্ন থেকে চোখ মেলে দেখি ধরার আলো, আর জ্ঞানের আলো অনুভব করি বিদ্যালয় প্রাঙ্গনে। শব্দে, ছন্দে, ভাষায়, অক্ষরে আপন মনের মাধুরী মিশিয়ে স্বপ্নের কলিগুলিকে প্রস্ফুটিত করেন শিক্ষক-শিক্ষিকাগন। শিক্ষাকর্মীবৃন্দ এক্ষেত্রে পবিত্র স্বপ্নগুলিকে মুকুলিত করেন বোধের ছায়ায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় পশ্চিমবঙ্গ তৃনমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ( বাঁকুড়া জেলা শাখা ) শিক্ষার উন্নয়নের চলমান সোনার তরীতে সমগ্র শিক্ষক সমাজ কে উপনীত হওয়ার আহবান জানায়। বিগত দশ বছরে ঐতিহাসিক দায়িত্ব পালনে ঋদ্ধ, দায়বদ্ধ তৃনমূল সরকার শিক্ষায় যে পরিবর্তন ও মানোন্নয়ন ঘটিয়েছে – তা অবশ্যই প্রসংশার দাবী রাখে। আমাদের বিশ্বাস একমাত্র মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই শিক্ষাক্ষেত্রে এক নবদিগন্ত উন্মোচিত হবে। শিক্ষার অঙ্গনে মাননীয়া মুখ্যমন্ত্রী নবজাগরণের যে দীপশিখাটি প্রজ্জ্বলিত করেছেন তারই আলোকবর্তিকাকে বহন করতে অঙ্গীকারবদ্ধ – পশ্চিমবঙ্গ তৃনমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। ( W.B.T.S.T.A BANKURA)